Bangladesh Students' Association in Turkey BASAT

বিজয় কুইজ- ৪৯ এবং বিজয় উচ্ছ্বাস

বহুল প্রতীক্ষিত বাসাত’র কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে এবং অভিনব সব পুরস্কার ছিনিয়ে আনতে বিস্তারিত জেনে নিন—

কে কোন প্রতিযোগিতায় থাকবেন—-

বড়দের জন্য থাকছে Kahoot! এর মাধ্যমে কুইজ প্রতিযোগিতা (হাই স্কুল বড়দের গ্রুপে)।

শিশুদের জন্য কবিতা, ছড়া, গল্প ও গান প্রতিযোগিতা (অংশগ্রহণকারী সকল শিশুদের জন্যই থাকবে চমকপ্রদ পুরস্কার)।

বিজয়ের ৪৯ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে কুইজে প্রতিযোগীদের জন্য থাকছে ৪৯টি প্রশ্ন।

নিয়মাবলি:

• তুরস্কে বসবাসরত সকল ছাত্র, পেশাজীবি (ভাই/ বোন), তার্কিশ অ্যালামনাই, ব্যবসায়ীরা অংশগ্রহণ করতে পারবেন।

• বিজয়ীদের পুরস্কার কার্গোর মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।

কুইজের বিষয়াবলি:

১। মুক্তিযুদ্ধ

২। বিজয় দিবস

৩। সমসায়িক বাংলাদেশ

৪। বাসাত (এক্ষেত্রে বাসাতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহায়তা নেওয়া যেতে পারে)।

কুইজে প্রথম দশ জনের জন্য থাকবে অভিনব পুরস্কার!

• ১ম পুরস্কার: স্মার্টফোন (Xiaomi Redmi Note 8)

• ২য় পুরস্কার: আকর্ষণীয় ট্যাব।

• ৩য় পুরস্কার: স্মার্ট ঘড়ি।

• ৪র্থ পুরস্কার: স্যান্ডউইচ ম্যাকার।

• ৫ম পুরস্কার: খাদি পাঞ্জাবি (আড়ং)।

• ৬ষ্ঠ পুরস্কার: সালোয়ার-কামিজ।

• ৭ম পুরস্কার: তিনটি মূল্যবান বাংলা বইয়ের প্যাকেজ।

• ৮ম পুরস্কার: লুঙ্গি-গামছা প্যাকেজ।

• ৯ম পুরস্কার: দেশীয় মসলা প্যাকেজ।

• ১০ম পুরস্কার: চানাচুর-মুড়ি প্যাকেজ।

২০ ডিসেম্বর, ২০২০ ই, রবিবার

বেলা ২:০০ টা (তুরস্ক সময়)।

বাংলাদেশ স্টুডেন্টস’ এসোসিয়েশন ইন তার্কি-বাসাত

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2020

error: Content is protected !!