Bangladesh Students' Association in Turkey BASAT

Grand Iftar ceremony of Bangladeshis in Turkey

তুরস্কে বাংলাদেশীদের গ্র্যান্ড ইফতার অনুষ্ঠান

প্রতি বছরের ন্যায় এইবারও তুরস্কে অবস্থানরত বাংলাদেশীরা আবারো একসাথে ইফতার করলো ইস্তাম্বুলে। গত ৮ই এপ্রিল শনিবার ইস্তাম্বুলের ঐতিহাসিক ফাতিহ মসজিদের পাশে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত হয় “বাসাত গ্র্যান্ড ইফতার ২০২৩” শীর্ষক এই অনুষ্ঠান। আয়োজন করে তুরস্কে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন তুরষ্ক – বাসাত’।

বিদেশের মাটিতে দেশীয় খাবারের আয়োজন বিশেষ করে রমজানের ইফতার দুষ্প্রাপ্য। বাংলাদেশী শিক্ষার্থীদের বড় একটি অংশ যখন ছাত্রাবাসে থাকে তখন তা আরো কঠিন হয়ে যায়। তাই এই আয়োজন বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য ছিল বহুল প্রতীক্ষিত। বাসাত এর সকল সদস্যের নিরলস পরিশ্রমের ফলে জমকালো আয়োজনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান।

বাসাত গ্র‍্যান্ড ইফতার ২০২৩ এর প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্স্যুলেট ইস্তানবুলের সম্মানিত কনসাল জেনারেল জনাব মোহাম্মাদ নুরে আলম। এছাড়াও উপস্থিত ছিলেন তুরস্কে বিদেশি ছাত্র অরগানাইজেশনসমূহের প্রতিনিধি সহ তুরস্কের নামীদামি সব প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তুরস্কে অবস্থানরত বাংলাদেশীদের পাশাপাশি তুরস্কসহ বিভিন্ন দেশের প্রায় তিনশতাধিক অতিথিদের মিলনায়তনে রূপান্তর বাসাত আয়োজিত এই অনুষ্ঠান।

পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় গ্র্যান্ড ইফতার। ইফতারের পূর্বে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীরা হৃদয় জুড়ানো কন্ঠে বিভিন্ন হামদ-নাত গেয়ে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন। অতিথিদের অভিব্যাক্তিতে ফুটে উঠে বাংলাদেশীদের আপ্যায়নের প্রশংসা। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের আন্তরিকতা, সংহতি, ধর্মপ্রীতি দেখে বরাবরের মতই মুগ্ধ ছিলেন অতিথিরা। বাংলাদেশি শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতা নিয়েও বিস্মিত হয়েছেন তাঁরা।

———————————————————————————

Grand Iftar ceremony of Bangladeshis in Turkey

Once again, Bangladeshis residing in Turkey gathered together to break their fast in Istanbul, in an annual event titled “BASAT Grand Iftar 2023”, held at a community center near the historic Fatih Mosque on April 8, 2023. The event was organized by the ‘Bangladesh Students’ Association in Turkey – BASAT’.

This event was eagerly awaited by the large proportion of Bangladeshi students & expats residing in Turkey as they got the chance to meet, greet each other and break their fast together in the holy month of Ramadan. The event was successfully organized through the tireless efforts of all members of BASAT. The Chief Guest at the BASAT Grand Iftar 2023 was Mr. Mohammed Nore-Alam, Honorable Consul General of Bangladesh Consulate Istanbul. The representatives of foreign student organizations in Turkey, senior officials from reputed institutions in Turkey, and professors from various internationally renowned universities were also present at the Iftar ceremony. The event was attended by about 300 guests from different countries including the local Turkish people.

The Grand Iftar started with the recitation of the Holy Quran, followed by a brief speech from the Chief Guest. Bangladeshi students added to the program’s beauty by singing various islamic songs in their heartfelt voices. The guests expressed their appreciation for the hospitality of Bangladeshis and were impressed by the culture of Bangladesh, and the sincerity, solidarity, and devotion of the people from Bangladesh.

For a full recap of today’s event, including more photos and highlights, visit our Facebook post. Stay connected with BASAT for future events and updates by following us on all our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2020

error: Content is protected !!