Bangladesh Students' Association in Turkey BASAT

মাহে রমাদান উপলক্ষে বাসাতের অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠান

আহলান সাহলান মাহে রমাদান 🌙🏮

আসসালামু আলাইকুম।

পবিত্র মাহে রমজানে Bangladesh Students’ Association in Turkey – BASAT এর নিয়মিত আয়োজনগুলোর মধ্যে একটি হলো মাহে রমজানের গুরুত্ব, রমজানে আমাদের করনীয়-বর্জনীয় সম্পর্কিত সেমিনার সিরিজের আয়োজন। বরাবরের মত এই রমজানেও বাসাত রমাদান সেমিনার সিরিজের আয়োজনে থাকছে “Productive Ramadan” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আগামী ১৭ই মার্চ ২০২৪ (রবিবার) তারিখে আয়োজিত হতে যাওয়া উক্ত আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সুপরিচিত ইসলামিক বক্তা মাওলানা এম হাসিবুর রহমান।

মাহে রমাদানে আমাদের করনীয়,বর্জনীয় এবং এই পবিত্র মাসে প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ সদ্ব্যবহার কিভাবে করবো সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি, রমাদানসহ জীবনঘনিষ্ঠ প্রশ্নোত্তর পর্বও থাকছে বাসাতের এইবারের আয়োজনে।

অনলাইন (zoom) অনুষ্ঠিতব্য এই আলোচনা অনুষ্ঠানে তুরষ্কসহ বিশ্বের সকল প্রান্তের বাংলাভাষীরা আমন্ত্রিত।

তারিখ: ১৭ই মার্চ, ২০২৪ (রবিবার)।

সময়: দুপুর ১:৪৫ মিনিট (তুরষ্ক সময়)।

মাধ্যম: zoom.

ZOOM মিটিং লিংক:

Topic: Discusssion on Productive Ramadan & Question-Answer Session

Time: Mar 17, 2024 01:45 PM Istanbul

Join Zoom Meeting:

https://us06web.zoom.us/j/2405359539…

Meeting ID: 240 535 9539

Passcode: BASAT2024

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2020

error: Content is protected !!