Bangladesh Students' Association in Turkey BASAT

তুরস্কে বাংলাদেশিদের জন্য ঈদ পুনর্মিলনী ও পিকনিক ২০২৪

তুরস্কের সর্ববৃহৎ বাংলাদেশি কমিউনিটি সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস’ এসোসিয়েশন তুরস্ক-বাসাত এর উদ্যোগে তুরস্কে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী ও পিকনিক। ইস্তাম্বুল ও বিভিন্ন শহর থেকে আগত শতাধিক বাংলাদেশিদের অংশগ্রহণে ইস্তানবুলের পলোনেজকয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে এই ঈদ পুনর্মিলনী ও পিকনিক আয়োজিত হয়।

বাসাত ঈদ পুনর্মিলনী ও পিকনিকে ইস্তানবুলসহ তুরস্কের বিভিন্ন শহরে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তুরস্কে বাংলাদেশি শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবিরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একত্রিত হন। ইস্তানবুল শহরকেন্দ্র থেকে একটু দূরে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জমহুরিয়াত পার্ক কিছুক্ষণের জন্য ছোট বাংলাদেশে পরিণত হয়। বাসাতের ঈদ পুনর্মিলনী ও পিকনিকের আয়োজনে ছিল মোরগ লড়াই, গুপ্তধন উদ্ধার, চামুচ মুখে মার্বেল দৌড়, হাড়ি ভাংগা, বালিশ খেলা, বেলুন ফোটানোর মত উপভোগ্য ও আনন্দদায়ক দেশীয় সংস্কৃতির খেলাধুলা। বিবাহিত ও অবিবাহিতদের মাঝে ফুটবল ও রশি টানাটানি খেলা ছিল অন্যতম আকর্ষণ।

খেলাধুলায় অংশকারীদের মধ্যে বিজয়ীরা জিতে নেন আকর্ষণীয় সব পুরষ্কার। পিকনিকের আয়োজনে আরো ছিল ক্রিকেট টুর্নামেন্ট যেইখানে অংশগ্রহণকারীদের থেকে মোট ৪টি দল অংশগ্রহণ করে। ঈদ পুনর্মিলনীতে ছোট বাচ্চাদের সরব ও প্রানোজ্জল উপস্থিতি সবার জন্য ছিল বেশ উপভোগ্য। পিকনিকের আয়োজনে মেয়েদের জন্য ছিল মেহেদি উৎসব। পিকনিকে খাওয়া দাওয়ার আয়োজন হিসেবে ছিল মজাদার বার-বি-কিউ। বাসাতের এইবারের ঈদ পুনর্মিলনী ও পিকনিক পুরষ্কার বিতরনীর মাধ্যমে সমাপ্ত হয়।

প্রবাস জীবনে ঈদুল ফিতরের ঈদ আনন্দ ভাগাভাগির এবং একঘেয়েমি দূর করার সফলতম মাধ্যম হিসেবে বাংলাদেশ স্টুডেন্টস’ এসোসিয়েশন তুরস্ক-বাসাতের আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পিকনিক’ ২০২৪ অংশগ্রহনকারীদের পক্ষ থেকে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত হয়।

আমাদের আয়োজনের সীমাবদ্ধতা থাকায় অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পিকনিকে নিতে পারিনি বলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। সামনের প্রোগ্রামসমূহ আরো বৃহৎ আকারে আয়োজন করবো ইনশা’আল্লাহ।

তুরস্কের সর্ববৃহৎ বাংলাদেশি কমিউনিটি প্ল্যাটফর্ম বাসাতের পক্ষ হতে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

For a full recap of today’s event, including more photos and highlights, visit our Facebook post. Stay connected with BASAT for future events and updates by following us on all our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2020

error: Content is protected !!