Bangladesh Students' Association in Turkey BASAT

BASAT Represents Bangladesh at Istanbul Commerce University’s International Culture Day

ইস্তানবুল কমার্স ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কালচার ডে’তে Bangladesh Students’ Association in Turkey – BASAT এর অংশগ্রহণ।

২১ মে ২০২৪ ইস্তানবুল কমার্স ইউনিভার্সিটিতে “তিজারেত ফেস্ট’২০২৪ এবং ইন্টারন্যাশনাল কালচার ডে ২০২৪” অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত প্রায় ৩৫টি দেশের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উক্ত ইন্টারন্যাশনাল কালচার ডে’তে বাংলাদেশি শিক্ষার্থীরাও নিজেদের স্টলে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে। বাংলাদেশ পরিচিতিমূলক বিভিন্ন স্যুভেনিরের পাশাপাশি বিদেশী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশি খাবাবের আপ্যায়ন উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। ইস্তানবুল কমার্স ইউনিভার্সিটিতে আয়োজিত এই ইন্টারন্যাশনাল কালচার ডে’তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্টাফ, শিক্ষকরা ছাড়াও ইস্তানবুল কমার্স ইউনিভার্সিটির সম্মানিত রেক্টর প্রফেসর ড. আব্দুলহামিদ আভশার, ভাইস রেক্টর বাংলাদেশের স্টল পরিদর্শন করেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের আপ্যায়ন গ্রহন করেন। ইস্তানবুল কমার্স ইউনিভার্সিটিসহ ইস্তানবুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশীরা উক্ত কালচার ডে’তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যার সার্বিক তত্তাবধানে ছিলেন বাসাতের সাধারণ সম্পাদক নাসরুজ্জামান নাঈম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Bangladesh Students’ Association in Turkey-BASAT’s participation in the ‘International Culture Day’ organized at Istanbul Commerce University.

“International Culture Day 2024” was held at Istanbul Commerce University, Istanbul on 21 May 2024 with the participation of students from 35 countries studying in the university. Bangladeshi students also showcased the culture and traditions of Bangladesh in their stall on the International Culture Day. Along with various souvenirs introducing Bangladesh, serving Bangladeshi foods at the stall managed to attract the attention of the visitors present. In addition to the students, staff, teachers from various universities , the honorable rector of Istanbul Commerce University, Prof. Dr. Abdulhamid Avşar, visited the stall of Bangladesh and enjoyed the food & hospitality of Bangladeshi students. Bangladeshis studying in different universities of Istanbul including Istanbul Commerce University, BASAT General Secretary Nasruzzaman Naeem on behalf of BASAT, represented Bangladesh on the Culture Day.

For a full recap of today’s event, including more photos and highlights, visit our Facebook post. Stay connected with BASAT for future events and updates by following us on all our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2020

error: Content is protected !!