Bangladesh Students' Association in Turkey BASAT

প্রবাসে ঈদ উদযাপনের লক্ষ্যে বাসাতের আয়োজন: বিস্তারিত জানুন!

আসসালামু আলাইকুম।

সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।

প্রবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এবারো Bangladesh Students’ Association in Turkey – BASAT আয়োজন করতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী ও পিকনিক।

আগামী ১১/০৪/২০২৪ ইং, বৃহস্পতিবার (ঈদের পরের দিন) বাসাতের ঈদ পুনর্মিলনী ও পিকনিক অনুষ্ঠিত হবে। ইস্তানবুল সহ তুরস্কের অন্যান্য শহরের বাংলাদেশী কমিউনিটির সকলে (ছাত্র-ছাত্রী/ প্রফেশনাল/ ফ্যামিলি) উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন। আর বরাবরের মতো এইবারও বাসাতের ঈদ আয়োজনে থাকছে বিভিন্ন চমক!!

এক নজরে এইবারের আয়োজন:

তারিখ ও সময়: ১১ এপ্রিল, বৃহস্পতিবার । 09:00 AM- 5:00PM

স্থান: Polonezköy (Cumhuriyet Park Piknik Alanı)

আমরা বাসযোগে সকলে একসাথে ইস্তানবুল থেকে প্রোগ্রামস্থলে রওনা হব।

বাস ছাড়ার স্থান: আকসারাই (Aksaray) মেট্রো স্টেশন সংলগ্ন।

বাস ছাড়ার সময়: সকাল ০৯:০০টা।

কি কি আয়োজন থাকছে এইবারের ঈদ পুনর্মিলনীতে:

১. BBQ

২. ক্রিকেট

৩. ফুটবল

৪. ইনডোর গেমস

৫. কুইজ প্রতিযোগিতা

৬. সাংস্কৃতিক অনুষ্ঠান সহ

আরো অনেককিছু…

ডেলিগেট ফি: বাসাত পিকনিকের এইবারের ডেলিগেট ফি নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৩০০ লিরা মাত্র।

ডেলিগেট ফি প্রোগ্রামের দিন নগদ গ্রহন করা হবে।

আয়োজনের সুবিধার্থে এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এইবারের ঈদ পুনর্মিলনীর অংশগ্রহণকারীর সংখ্যা সর্বমোট ১০০ জনে সীমাবদ্ধ রাখা হয়েছে। বাসাতের এইবারের ঈদ আয়োজনে অংশগ্রহণকারীদেরকে নিচের গুগল ফরমটি পূরণ করার অনুরোধ করা হচ্ছে। ফরম পূরণকারী প্রথম ১০০ জন নিয়েই আমাদের ঈদ আয়োজন অনুষ্ঠিত হবে।

গুগল ফরম লিংক:

https://forms.gle/SpPfcDzNQdjERKiR8

যেকোন প্রয়োজনে যোগাযোগ: +90 535 416 17 71

সকলের সাথে আবারো একটি আনন্দ ও স্মৃতিময় ঈদ উদযাপনের কামনায়…

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2020

error: Content is protected !!