Bangladesh Students' Association in Turkey BASAT

গবেষণা, প্রকাশনা এবং একাডেমিক ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা

Bangladesh Students’ Association in Turkey – BASAT এর উদ্যোগে গত ১০ই জুন শনিবারে আয়োজিত হয় “RESEARCH, PUBLICATION and ACADEMIC CAREER” শীর্ষক সেমিনার।

ইস্তানবুলের প্রানকেন্দ্র ফাতিহতে অবস্থিত বাংলাদেশ কালচারাল সেন্টারে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফরিদ সোবহানী (ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস)। তুরষ্কের ইস্তানবুলসহ, আংকারা, কোনিয়া, সাকারিয়া, কোজায়েলি শহরের বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত পিএইচডি, মাস্টার্স এবং অনার্সের শিক্ষার্থীরা বাসাতের এই একাডেমিক সেমিনারে অংশগ্রহণ করে। সেমিনারে প্রধান অতিথির আলোচনায় প্রফেসর ড. ফরিদ সোবহানী তুরষ্কে অধ্যয়নরত নবীন গবেষকদের একাডেমিক রিসার্চ এন্ড পাবলিকেশন এবং

একাডেমিক ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

সেমিনারের শেষাংশে, একাডেমিক কৃতিত্বের জন্য সদ্য সাকারিয়া ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদানকারী ড. আব্দুল্লাহ আল মাহমুদ এবং কোজায়েলি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ থেকে সদ্য পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড. জাহিদুল ইসলাম সরকারকে বাসাতের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

~বাসাত মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস উইং~

For a full recap of today’s event, including more photos and highlights, visit our Facebook post. Stay connected with BASAT for future events and updates by following us on all our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2020

error: Content is protected !!